গ্রেফতারি পরোয়ানার আসামি কেরানীগঞ্জের বিতর্কিত আ’লীগ নেতা সিদ্দিক ঘুরছেন প্রকাশ্যে, তবুও খুঁজে পাচ্ছে না পুলিশ

জাতীয় লীড

স্বদেশ বাণী ডেস্ক: গ্রেফতারি পরোয়ানার আসামি কেরানীগঞ্জের বিতর্কিত আওয়ামী লীগ নেতা আবু সিদ্দিক প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, এলাকায় আড্ডা দিচ্ছেন, বিভিন্ন অনুষ্ঠানেও নিয়মিত উপস্থিত হচ্ছেন অথচ রহস্যজনক কারণে পুলিশ তাকে ধরছে না। তবে পুলিশের দাবি, আবু সিদ্দিক পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হচ্ছে না।

জানা গেছে, চাঁদা না পেয়ে গত ২৬ এপ্রিল বড় ভাওয়াল এলাকার ব্যবসায়ী শাহাবুদ্দিনের বাড়িতে হামলা চালায় জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সিদ্দিক ও তার বাহিনী। এ সময় শাহাবুদ্দিনের ছোট ছেলে সরকারি তিতুমীর কলেজের অর্থনীতি বিভাগের ছাত্র শামীমকে কুপিয়ে আহত করা হয়। এ ঘটনায় ২৬ এপ্রিল আবু সিদ্দিকসহ কয়েকজনের নামে মামলা করেন শাহাবুদ্দিন। ওই মামলায় পুলিশ আবু সিদ্দিকসহ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

চলতি বছরের সেপ্টেম্বর মাসের ৮ তারিখে আদালত আবু সিদ্দিকের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে। কিন্তু দুই মাস পেরিয়ে গেলেও পুলিশ আবু সিদ্দিককে গ্রেফতার করছে না। পুলিশের এমন ভূমিকায় এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে।

তারানগর ইউনিয়নের সাবেক মেম্বার দুলাল মিয়া জানান, আবু সিদ্দিক আটিবাওয়ালের বাড়িতেই থাকেন। প্রকাশ্যে ঘুরে বেড়ান। লোকজনের সঙ্গে আড্ডা দেন, বিভিন্ন অনুষ্ঠানেও যোগ দেন। অথচ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও পুলিশ তাকে ধরছে না।

মামলার বাদী শাহাবুদ্দিন বলেন, গরিবের বেলায় যত আইন। আমার ছেলেটাকে কুপিয়ে গুরুতর আহত করেছে। আমি কি এর বিচার পাব না? আবু সিদ্দিকের প্রভাবে গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও পুলিশ তাকে ধরছে না। অথচ সে প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছে। আমার বাড়িতে এসে আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন।

এ বিষয়ে ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বলেন, গ্রেফতারি পরোয়ানার আসামি প্রকাশ্যে ঘুরছে অথচ পুলিশ ধরছে না-এমনটি হওয়ার কথা নয়। যদি এমনটি হয়ে থাকে ভুক্তভোগীরা আমার কাছে অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে কেরানীগঞ্জ মডেল থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের জানান, আবু সিদ্দিককের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি থাকলেও সে পলাতক থাকায় তাকে ধরা সম্ভব হচ্ছে না। সূত্র: পূর্বপশ্চিমবিডি।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *