কেশবপুরের মজিদপুর ইউপি চেয়ারম্যান আবু বকর আবুর ১ম মৃত্যুবার্ষিকী পালিত

জাতীয়

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়ন বাসির আয়োজনে ১৯ নভেম্বর মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপিনেতা আবু বকর আবু হত্যাকান্ডের ১ বছর পর ১ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

মজিদপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর পলাশের সভাপতিত্বে ও ছাত্রনেতা ফরিদ উদ্দিনের সঞ্চালনায় মজিদপুর ইউপি চত্ত্বরে অনুষ্ঠিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।

আরো বক্তব্য রাখেন কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, সাগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, সাবেক সহকারি শিক্ষা অফিসার আবুল কাশেম, বিএনপিনেতা আলাউদ্দীন, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা হুমায়ুন কবীর সুমন, যশোরে জেলা স্বোচ্ছাসেবক দলের নির্মল কুমার বিট, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, নিউজ ক্লাবের সভাপতি কামরুজ্জামান হোসেন, বিএনপিনেতা প্রভাষক আব্দুর রাজ্জাক, আবু সাঈদ, মফিজুর রহমান নান্নু, যুবনেতা আব্দুল গফুর, রবিউল ইসলাম, ছাত্রনেতা মজনু, আল আমিন, আমিনুর রহমান লিটন, জামাল উদ্দীন, ইউপি সদস্য বাবু, পরিবারের পক্ষ থেকে আবু বকর আবুর একমাত্র ভাতিজা হুমায়ূন কবীর প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফেজ মুরাদ হোসেন।

উল্লেখ্য ২০১৮ সালে ১৮ নভেম্বর রাতে বিএনপির মনোনয়ন প্রত্যাশি যশোর জেলা বিএনপির সহ-সভাপতি আবু বকর আবু ঢাকাতে নিখোঁজ হন। ১৯ নভেম্বর সকালে ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার হয়। পরবর্তীতে তাঁর ভাই হাজী আবুল কাশেম বাদী হয়ে ঢাকার কেরানীগঞ্জ থানায় মামলা করেন। মামলাটি বর্তমানে পিবিআই-এর তদন্তাধীন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *