আ.লীগ ও স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ ২ নেতার বিদেশ গমনে নিষেধাজ্ঞা

জাতীয় লীড

স্বদেশ বাণী ডেস্ক: দিনাজপুরে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ দুই নেতার বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দিনাজপুর দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে দুর্নীতি দমন কমিশন সমন্বিত দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা হয়।

তারা হলেন- দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ কুমার ঘোষ কাঞ্চন এবং দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমাম আবু জাফর রজ্জব।

দুদক সূত্রে জানা যায়, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের টেন্ডার বাণিজ্যের মূলহোতা, মাদক ব্যবসায়ীসহ দিনাজপুরে লাখ লাখ টাকা চাঁদাবাজির মাধ্যমে জেলার সুখ সাগরের ইকোপার্কে রঙ্গমহলসহ বিশাল অট্টালিকা নির্মাণ করেছেন বিশ্বজিৎ কুমার ঘোষ কাঞ্চন।

অপরদিকে দিনাজপুর হাউজিংসহ অন্যান্য সরকারি দপ্তরের সকল টেন্ডার নিয়ন্ত্রণ করে নিজ পরিবারের নামে একাধিক প্লট ও বাড়ির মালিক হয়েছেন ইমাম আবু জাফর রজ্জব। দিনাজপুরে অবৈধ অস্ত্রসহ মাদক ব্যবসার মাধ্যমে রাতারাতি আবাসিক হোটেল, বিলাসবহুল বাড়ি, সুইমিংপুল, কোটি টাকাসহ বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক তিনি। এছাড়া বিভিন্ন প্রকার দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদের মালিক হয়েছেন মর্মে অভিযোগ প্রাথমিকভাবে প্রতিয়ামন হয়েছে।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭ এর ধারায় এই দুই রাজনৈতিক ব্যক্তিকে বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করে দেশের সকল ইমিগ্রেশন কার্যালয়গুলোতে চিঠি পাঠায় দুদক।

এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন সমন্বিত দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দিনাজপুরের দুই রাজনৈতিক ব্যক্তির বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করে ইমিগ্রেশন কার্যালয়গুলোতে চিঠি পাঠানো হয়েছে। সূত্র: পূর্বপশ্চিমবিডি।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *