নেত্রকোনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ওয়ার্ড যুবলীগ নেতা ফারুক বহিষ্কার

জাতীয় লীড

স্বদেশ বাণী ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নেত্রকোনার কলমাকান্দার রঙছাতি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি ফারুক মিয়াকে সাময়িকভাবে বহিষ্কার করেছে উপজেলা যুবলীগ।

এ ঘটনায় ফরিদ রানা, মাসুদ কবীর ও জাকির হোসেনকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বুধবার রাতে উপজেলা যুবলীগ কার্যালয়ে এক সভায় তাকে বহিষ্কার করা হয়।

দলীয় সূত্রে জানা যায়, ৪নং ওয়ার্ডের যুবলীগ সভাপতি মো. ফারুক মিয়াকে গত মঙ্গলবার ভোরে উপজেলার রঙছাতি ইউনিয়নের বেস্তপুর এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। পরে ওই দিনই বিকালে কলমাকান্দা থানা পুলিশ তাকে নেত্রকোনা জেলা আদালতে পাঠায়।

পরে এ ঘটনায় বুধবার রাতে উপজেলা যুবলীগ কার্যালয়ে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাসের সঞ্চালনায় ও মিজানুর রহমান সেলিমের সভাপতিত্বে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িকভাবে ফারুককে বহিষ্কার করা হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওই ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালনের জন্য ওই কমিটির সহসভাপতি আজিজুল হককে দায়িত্ব প্রদান করা হয়েছে।

আর এ ঘটনায় ফরিদ রানা, মাসুদ কবীর ও জাকির হোসেনকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে সাত দিনের মধ্যে সুষ্ঠু তদন্তপূর্বক প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এ ব্যাপারে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফারুককে বহিষ্কারসহ ওই ওয়ার্ডের সহসভাপতি আজিজুল হককে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদানের নির্দেশনা দেয়া হয়েছে। সূত্র: যুগান্তর।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *