ভারত সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশকালে আটক ৪

জাতীয় লীড

স্বদেশ বাণী ডেস্ক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভারত সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশকালে ৪ জনকে আটক করেছে বিজিবি। সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে উপজেলার জুললী বিওপি’র অধীন মগদাসপুর মাঠ থেকে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে একজন নারী নিজেকে ভারতীয় নাগরিক এবং বাকি ৩ জন বাংলাদেশি নাগরিক বলে দাবি করেন।

বিজিবির খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক নজরুল ইসলাম খান জানান, ভারত থেকে অবৈধভাবে কয়েক জন নারী-পুরুষ প্রবেশ করেছে এমন সংবাদের ভিত্তিতে জলুলী বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে মগদাসপুর মাঠ থেকে তাদের অটক করে।

আটকদের মধ্যে একজন পুরুষ ও ৩ জন নারী রয়েছে। আটকদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

এ নিয়ে মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাসে এ নিয়ে ৫৮ ব্যাটালিয়নের আওতায় এ পর্যন্ত মোট ৪২৫ জনকে আটক করা হয়েছে।

মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, আটকদের নামে পাসপোর্ট অধ্যাদেশে থানায় মামলার প্রস্তুতি চলছে। আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হবে। সূত্র: পূর্বপশ্চিমবিডি।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *