কেশবপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাতীয় লীড

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলায় মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ৩২টি কেন্দ্রের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহরের শ্রীগঞ্জ কালীতলা মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে প্রধান অতিথি হিসাবে উক্ত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল।

শ্রীগঞ্জ কালীতলা মন্দির কমিটির সভাপতি গৌতম কর্মকারের সভাপতিত্বে ও কেন্দ্র শিক্ষক শংকর কুমার দাসের পরিচালনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ফিল্ড সুপারভাইজার মানবেন্দ্র মন্ডল, পৌর কাউন্সিলর মফিজুর রহমান খান, মূলগ্রাম কেন্দ্রের সভাপতি প্রকাশ কুমার দাস, শ্রীগঞ্জ কালীতলা মন্দির কমিটির সাধারণ সম্পাদক রবিন দেবনাথ প্রমুখ।

ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের মাঝে ব্যক্তিগতভাবে পুরস্কার প্রদান করেন কেন্দ্র শিক্ষক শ্যাম কুমার সরকার।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *