ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেল ‘লালমনি এক্সপ্রেস’

জাতীয় লীড

স্বদেশ বাণী ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে লালমনি এক্সপ্রেস ট্রেন। রোববার (২৯ ডিসেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটে হুক খুলে গিয়ে ট্রেনটির ১২টি বগি ইঞ্জিন থেকে বিযুক্ত হয়ে যায়।

তবে, এই ঘটনায় কেউ হতাহত হননি।

গাইবান্ধা রেলওয়ে স্টেশনের কর্তব্যরত মাস্টার বীরেন চন্দ্র জানান, রোববার বেলা ১১টা ৫০ মিনিটের দিকে কামারপাড়া রেলওয়ে স্টেশন ছেড়ে গাইবান্ধার দিকে আসছিল ট্রেনটি।

পথিমধ্যে ভেড়ামারা ব্রিজের কাছে হুক ভেঙে ট্রেনের ১২টি বগি ইঞ্জিন থেকে আলাদা হয়ে যায়। পথিমধ্যে আটকা পড়ে যাত্রীসহ ১২টি বগি।

ব্যাপারটি টের পেলেও বগিগুলো উদ্ধারে ব্যর্থ হওয়ায় বাধ্য হয়ে ৪টি বগি নিয়েই গাইবান্ধা রেলস্টেশনে পৌঁছান ট্রেনটির চালক। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানো হয়।

কর্তৃপক্ষের নির্দেশে ইঞ্জিনসহ ট্রেনের ৪টি বগি গাইবান্ধা স্টেশন থেকে আবারও ভেড়ামারায় বগিগুলো আনার জন্য রওনা হয়। তবে রাত পৌনে ৮টা পর্যন্ত ১২টি বগি উদ্ধার করে স্টেশনে আনা সম্ভব হয়নি বলে জানান স্টেশন মাস্টার বীরেন চন্দ্র। সূত্র: পূর্বপশ্চিমবিডি।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *