ডিবি পরিচয়ে ছিনতাইকালে চারজনকে গণধোলাই দিয়েছে স্থানীয়রা

জাতীয় লীড

স্বদেশ বাণী ডেস্ক: গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ছিনতাইকালে চারজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, যশোর জেলার বেনাপোল উপজেলার ভবর বর এলাকার ওয়াসিম ব্যাপারির ছেলে সোহরাব ব্যাপারী (৪৪), পিরোজপুর জেলার উজিরপুর এলাকার কাজী নুর হোসেনের ছেলে কাজী রিপন (৪৫), মাদারীপুর জেলার আক্কাস গাজীর ছেলে জামান গাজী (৩৫) ও গাড়িচালক ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার দোহার এলাকার মো. মতিয়ারের ছেলে মো. রুবেল হোসেন।

প্রতক্ষদর্শীরা জানান, ফলতিতা বটতলার মৎস্য ব্যবসায়ী আনন্দ লালের কর্মচারী কলকলিয়া গ্রামের মণিশংকর বিশ্বাস ফকিরহাট সোস্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) থেকে সোমবার বিকেলে সাত লাখ টাকা উত্তোলন করেন।

টাকা নিয়ে মোটরসাইকেলে ফলতিতা যাওয়ার সময় বটতলার কাছাকাছি পৌঁছলে একটি মাইক্রোবাস তার গতি রোধ করে। মাইক্রোবাসে থাকা লোকজন গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে মণিশংকরকে গাড়িতে ওঠানোর চেষ্টা করে।

এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাদেরকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মাইক্রোর চালকসহ চারজনকে আটক করে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ মো. খায়রুল আনাম বলেন, ডিবি পুলিশ পরিচয় দিয়ে ছিনতাইয়ের ঘটনায় আমরা গাড়ির চালকসহ চারজনকে আটক করেছি। আটককৃতদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। সূত্র: পূর্বপশ্চিমবিডি।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *