দক্ষিণ সুনামগঞ্জে মাদকবিরোধী র‌্যালী ও মানববন্ধন

জাতীয় লীড

কাজী মোঃ জমিরুল ইসলাম মমতাজ (দক্ষিন সুনামগঞ্জ): “মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো” এই স্লোগানকে সামনে রেখে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মীর নেতৃত্বে মুজিব বর্ষ উপলক্ষে মাসব্যাপী মাদকবিরোধী প্রচারণামূলক কর্মসূচির অংশ হিসেবে মাদকবিরোধী র‌্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহ¯পতিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদের হলরুমে র‌্যালী পরবর্তী মুজিব বর্ষ উপলক্ষে মাসব্যাপী মাদকবিরোধী আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা শমসাদ বেগম।

সভাপতির বক্তব্যে সৈয়দা শমসাদ বেগম দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চত্বর মাদকমুক্ত ঘোষণা করেন। উপজেলা নির্বাহী অফিসের গোপনীয় সহকারী অনুরাধা দাস মুন্নীর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, থানা ওসি (তদন্ত) ইকবাল বাহার, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, সাধারণ স¤পাদক আতাউর রহমান, সাংগঠনিক স¤পাদক আব্দুল বাছিত সুজন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরে আলম সিদ্দিকী, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ আমিন, আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা উত্তম কুমার রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পেয়ার আহমদ, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ স¤পাদক মোঃ নুরুল হক, সাংগঠনিক স¤পাদক হোসাইন আহমদ, অর্থ স¤পাদক সোহেল তালুকদার, সদস্য মোঃ জামিউল ইসলাম তুরান, ছায়াদ হোসেন সবুজ, উপজেলা নির্বাহী অফিসের নাজির আবু বকর সিদ্দিক, নোয়াখালী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ স¤পাদক রুকনুজ্জামান রুকন প্রমুখ।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *