দক্ষিণ সুনামগঞ্জে ঐতিহ্যবাহী পিঠা উৎসব

জাতীয় লীড

কাজী মোঃ জমিরুল ইসলাম মমতাজ (দক্ষিন সুনামগঞ্জ): কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্য। শীতের পিঠা উৎসব বাঙ্গালীর জাতিগত ঐতিহ্যের পরিচায়ক।

তারই ধারাবাহিকতায় প্রথম বারের মতো দক্ষিণ সুনামগঞ্জে পিঠা উৎসব পালিত হয়েছে। সোমবার বিকেলে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বাস ভবনের বাংলোতে উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মীর সভাপতিত্বে¡, উপজেলা নির্বাহী অফিসের গোপনীয় সহকারী অনুরাধা মুন্নীর পরিচালনায় পিঠা উৎসবের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ।

বিশেষ অতিথি অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ এর সহধর্মিনী ফৌজিয়া খানম, সুনামগঞ্জ সরকারী মহিলা কলেজের প্রভাষক ও উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মীর স্বামী মোঃ নাহিদ হাসান, উপজেলা কৃষি অফিসার আসাদুজ্জামন, জয়কলস ইউপি চেয়ারম্যান মো. মাসুদ মিয়া, উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী আব্দুল হেকিম, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দীন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ আমীন, শিমুলবাক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, সাধারণ স¤পাদক মো. আতাউর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বজলুর রহমান, উপজেলা সমবায় অফিসার মো. মাসুদ আহমদ, সমাজ সেবা অফিসার তাছলিমা আক্তার লিমা, উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী ফারুক আল মামুন, উপজেলা মমৎস্য অফিসার জাহিদুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম ছিদ্দিকী, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবির, থানার ওসি তদন্ত ইকবাল বাহার, বিশিষ্ট ব্যবসায়ী মুজিবুর রহমান, জুবেল আহমদ, আব্দুল গনী ভান্ডারী, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সহ সভাপতি এম এ কাসেম, সাধারণ স¤পাদক মোঃ নুরুল হক, সাংগঠনিক স¤পাদক হোসাইন আহমদ, অর্থ স¤পাদক সোহেল তালুকদার, সদস্য ছায়াদ হোসেন সবুজ, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক স¤পাদক কামরুল ইসলাম শিপন, উপজেলা নির্বাহী অফিসের নাজির আবু বকর ছিদ্দিক, অমর চক্রবর্তি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, উপ সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ সহ অন্যরা উপস্থিত ছিলেন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *