সীমান্তে ২ বাংলাদেশিকে হত্যা করল বিএসএফ : নিখোঁজ আরও একজন

জাতীয় লীড

স্বদেশ বাণী ডেস্ক: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)’র গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছে। এ সময় আরো ১ জন আহত হলেও সে নিখোঁজ রয়েছে।

বুধবার সকালে সীমান্তের ৯০৭ নং মেইন পিলারের ৪/এস সাব পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, পূর্ব আমঝোল এলাকার শাহজান আলীর পুত্র সুরুজ আলী (৩০) ও ওসমান আলীর পুত্র সুরুজ হোসেন (২০)।

গোতামারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম সাবু মিয়া জানান, ওই সীমান্তে ভারতীয় গরু আনতে যায় বাংলাদেশি একদল যুবক। এ সময় ভারতীয় কুচবিহার জেলার শিতাই থানার ধুমেরখাতা বিএসএফ ক্যাম্পের বিএসএফ তাদের লক্ষ করে গুলি করেন।

চেয়ারম্যান জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে পূর্ব আমঝোল এলাকার শাহজাহান আলীর পুত্র সুরুজ আলী ও একই এলাকার ওসমান আলীর পুত্র সুরুজ হোসেনসহ ৩ জন গুলিবিদ্ধ ও আহত হয়। তাদের সঙ্গীরা ৩ জনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সুরুজ আলী ও সুরুজ হোসেন মারা যায়।

অপর একজন গুরুতর আহত অবস্থায় গোপনে রংপুরে চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে। এছাড়া ওই দলের অন্যদের খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। তাদের সর্ম্পকে সীমান্তবাসীও কোনো তথ্য দিচ্ছে না।

বিজিবি’র লালমনিরহাট ক্যাম্পের অধিনায়ক লে. কর্ণেল তৌহিদুল আলম বলেন, আমরা দুই জনের মৃত্যুর খবর পেয়েছি। বিএসএফ’র সাথে যোগাযোগ করে পাতাকা বৈঠকের চেষ্টা চলছে। সূত্র: বাংলাদেশ জার্নাল।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *