নড়াইল জেলা প্রতিনিধি:বাংলাদেশ ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নড়াইলে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ করা হয়েছে। শুক্রবার (৪ জানুয়ারী) সকাল ৮টায় জেলা ছাত্রলীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নড়াইল জেলা ছাত্রলীগের সভাপতি আশরাফুজ্জামান মুকুল ও সাধারণ সম্পাদক নিলয় রায় বাধন।
এ সময় ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতা কর্মি উপস্থিত ছিলেন। এসময় নব নির্বাচিত কিশোরগঞ্জ -১২ আসনের সংসদ সদস্য, সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ এর জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়। উল্লেখ্য, সাবেক মন্ত্রী সৈয়দ আশরাফ এর মৃত্যুর কারণে অন্যান্য সকল কর্মসূচি স্থগিত করা হয়েছে।
Spread the love
1 - 1Share