কেশবপুরে ১৬টি ভ্যান বিতরণ

জাতীয় লীড

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরের পাঁজিয়া সমাজকল্যাণ সংস্থার আয়োজনে বুধবার সকালে সংস্থার কার্যালয়ে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে দারিদ্র বিমোচনের লক্ষে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বিনামূল্যে ১৬টি ভ্যানগাড়ি বিতরণ করা হয়েছে।

পাঁজিয়া সমাজকল্যাণ সংস্থার সভাপতি অধ্যাপক অনুকুল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে ও প্রকল্প কর্মকর্তা মাসুদা বেগম বিউটির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাঁজিয়া সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক বাবুর আলী গোলদার।

প্রধান অতিথি হিসাবে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বিনামূল্যে ভ্যানগাড়ি বিতরণ করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক পূর্বাঞ্চল প্রত্রিকার যশোর জেলা ব্যুরো প্রধান প্রদীপ কুমার ঘোষ, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস দে।

অনুষ্ঠানে দারিদ্র বিমোচনের লক্ষে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বিনামূল্যে ১৬টি ভ্যানগাড়ি বিতরণ করা হয়েছে। উল্লেখ্য ২০১৮ সালের ১৮ আগস্ট একই প্রকল্পে দারিদ্র বিমোচনের লক্ষে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বিনামূল্যে ১২টি ভ্যানগাড়ি বিতরণ করা হয়েছিল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *