গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

জাতীয় লীড

স্বদেশ বাণী ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার ভোরে পূর্বাচলের লালমাটি এলাকায় এ ঘটনা ঘটে।

রূপগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান সালাহউদ্দিন ভূঁইয়া বলেন, গরু চুরি রোধ করতে স্থানীয়রা পাহারা বসিয়েছেন।

রোববার ভোরে নাগরীর বিরতুল এলাকায় একদল চোর গরু চুরির জন্য প্রবেশ করে। পরে ওখানকার স্থানীয় লোকজন চোরদের ধাওয়া করে। পরে একটি পিকআপভ্যানে করে তিনটি গরু চুরি করে পূর্বাচলের লালমাটি এলাকায় চলে যায় তারা।

এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে গাড়ি থামাতে বলে। কিন্তু চোরের দল গাড়ি না থামিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। এতে স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে গাড়িটি আটক করে এবং চোরদের গণধোলাই দেয়।

নাগরীর বিরতুল এলাকার বাসিন্দা বাবুল সরকার ও রিপন সরকার বলেন, আমাদের গোয়াল থেকে তিনটি গরু চুরি করে নিয়ে আসে এ চোরের দল। তাদের সঙ্গে ছয় সদস্য ছিল।

পরে পূর্বাচলের লোকজন ধাওয়া করে তাদের মধ্য থেকে দুজনকে ধরে ফেলে।

পরে গণপিটুনিতে এদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। অন্যজনকে গুরুতর অবস্থায় কালীগঞ্জ থানা পুলিশের হেফাজতে গাজীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সূত্র: যুগান্তর।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *