প্রাণঘাতী করোনাভাইরাস চিকিৎসায় নিজস্ব প্রযুক্তিতে ওষুধ তৈরি করল ইরান

জাতীয় লীড

স্বদেশ বাণী ডেস্ক: করোনাভাইরাস প্রতিরোধে প্রথমবারের মতো ওষুধ তৈরি করেছে ইরান। ওষুধটির জেনেরিক নাম ফ্যাভিপিরাভির হলেও এটিটি-৭০৫ বা আভিজেন নামেও পরিচিত।

এ ওষুধ তৈরির কথা জানিয়েছেন করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিবেদিত রাজধানী তেহরানের অন্যতম শীর্ষস্থানীয় হাসপাতাল মাসিহ্‌ দানেশভারির প্রধান ডা. আলী আকবর বেলায়েতি। খবর ইরনার।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী বেলায়েতি ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার দায়িত্বও পালন করছেন।

হাসপাতালটির কর্মীদের সঙ্গে বৈঠকের সময় তিনি আরও জানান, তেহরানের শহিদ বেহেশতি চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ ওষুধটি তৈরি করেছে এবং তা হাসপাতালকে সরবরাহ করেছে।

তেহরানের এ হাসপাতালে করোনা রোগীদের সব চিকিৎসা-সেবা বিনামূল্যে দেয়া হয় বলেও জানান তিনি। সূত্র: যুগান্তর।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *