করোনায় আক্রান্ত হলেন নওগাঁ-২ আসনের এমপি শহীদুজ্জামান

জাতীয় লীড

স্বদেশ বাণী ডেস্ক: করোনায় আক্রান্ত হয়েছেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য সাবেক হুইপ শহীদুজ্জামান সরকার। রিপোর্ট পজেটিভ আসার পর তিনি সেলফ আইসোলেশনে রয়েছেন। শুক্রবার রাতে সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন তিনি।

৬৫ বছর বয়সী শহিদুজ্জামান সরকার করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে ন্যামভবনের ওই ফ্ল্যাটে পরিবারের অন্যান্য সদস্য থেকে নিজেকে আলাদা করে সেলফ আইসোলেশনে রয়েছেন। তিনি নিয়মিত ডাক্তারের পরামর্শ নিয়ে চলছেন। এখন তার শরীরের জ্বর ছাড়া অন্য কোন উপসর্গ নেই বলে জানা গেছে।

বিষয়টা জানাজানির পর সংসদ সচিবালয়ের পক্ষ থেকে ন্যাম ভবন লকডাউন ঘোষণা করা হয়। সেখানে বসবাসরত অন্যান্য ফ্ল্যাটেও বাইরের মানুষ আসা যাওয়া বন্ধ ঘোষণা করা হয়।

শহীদুজ্জামান সরকার ঢাকায় আসার পর তার শরীরে জ্বর অনুভূত হয়। এরপর নিজ থেকেই নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআরকে অনুরোধ করেন। আইইডিসিআরের প্রতিনিধিরা তার সরকারি বাসভবন থেকে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নমুনা সংগ্রহ করে। পরদিন শুক্রবার (১ মে) তাকে জানিয়ে দেওয়া হয় তিনি করোনা পজেটিভ।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *