কেশবপুরে করোনা যুদ্ধে বিজয়ী ১০ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরলেন

জাতীয় লীড

যশোর প্রতিনিধি: যশোরের কেশবপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে ১০ জন সুস্থ্য হয়ে বৃহস্পতিবার বিকালে বাড়িতে ফিরেগেছেন। এদের মধ্যে কেশবপুর হাসপাতালের দুইজন মেডিকেল অফিসার, দুইজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, দুইজন স্বাস্থ্যকর্মী, একজন স্টোরকিপার, একজন বাইরের ক্লিনিকের কর্মচারী, একজন শহরের সোলানী ব্যাংক এলাকার যুবক এবং ধর্মপুর গ্রামের এক গৃহবধূ।

ক‌রোনা যু‌দ্ধে বিজয়ী ঐ ১০ জনকে কেশবপুর উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লেক্সের সম্মুখে ফু‌লেল শু‌ভেচ্ছায় সুস্থ জীব‌নে স্বাগতম জানান যশোর জেলার সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহীন ও কেশবপুর উপ‌জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ আলমগীর। এসময় করোনা বিজয়ীদের গিফ্ট বক্স প্রদান করা হয়। হা‌সি মাখা অ‌ভিব‌্যক্তি আর চি‌কিৎসা ব‌্যবস্থার প্রতি সন্তু‌ষ্টি নি‌য়ে তাঁরা ফে‌রেন নিজ নিজ বাড়ী।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *