বকেয়ার দাবিতে গাজীপুর মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

জাতীয় লীড

স্বদেশ বাণী ডেস্ক: কারখানা স্থানান্তর ও বকেয়া বুঝিয়ে দেওয়ার দাবিতে গাজীপুর সিটি করপোরেশনের সাইনবোর্ড কলমেশ্বর এলাকায় গার্মেন্টস শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে প্রায় এক ঘণ্টা পর যানবাহন চলাচল শুরু হয়।

গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, সাইনবোর্ড কলমেশ্বর এলাকায় ব্যান্ডো ফ্যাশন লিমিটেড নামে একটি কারখানা শ্রীপুরে সরিয়ে নেয় কর্তৃপক্ষ। পরে শ্রমিকরা কারখানার সামনে টাঙানো নোটিশ দেখে এটি জানতে পারেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ শুরু করেন।

এক পর্যায়ে শতশত শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে মেট্রোপলিটন ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওই কারখানায় আড়াই হাজার শ্রমিক কাজ করতেন বলে জানা গেছে। এসআই কামরুজ্জামান জানান, যেসব শ্রমিক শ্রীপুরে গিয়ে কাজ করতে আগ্রহী, তারা সেখানে যোগ দিতে পারবেন। এছাড়া অন্য শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। সূত্র: পূর্বপশ্চিমবিডি।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *