কেশবপুর পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জাতীয়

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে নব-নির্বাচিত সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, জাতির পিতার স্বপ্ন পূরণে, সংগঠনকে শক্তিশালী করতে হবে। ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগকে কেউ ক্ষমতাচ্যুত করতে পারবে না। যে কারণে সংগঠনকে ঐক্যবদ্ধ করতে হবে। আর কাউন্সিল হল ঐক্যবদ্ধের প্রতীক। আজ পৌর আওয়ামী লীগের কাউন্সিল হল।

আগামীতে ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ-সহ সকল অংগ সংগঠনের কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করতে হবে। পর্যায় ক্রমে আওয়ামী লীগের কাউন্সিলর করতে হবে।

তিনি আরো বলেন, আমি জনগণের ভোটে কেশবপুরের এমপি নির্বাচিত হয়েছি। কেশবপুরের সংগঠনের দায়িত্ব আমার। সকলকে নিয়ে আমি দল চালাতে চাই। তবে ভালো হয়ে চলতে হবে। কেশবপুরে কোন বাহিনী থাকবে না। কোন সন্ত্রাসীদের কোন স্থান কেশবপুরে থাকবে না। তবে আমি স্বস্তি আর শান্তির কেশবপুর গড়তে চাই। উন্নয়নের মডেল উপজেলা করতে চাই।

গতকাল সন্ধ্যায় কেশবপুর পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক এ্যাড. মিলন মিত্রের সভাপতিত্বে ও পৌর যুবলীগের সভাপতি কার্ত্তিব চন্দ্র সাহার সঞ্চালনায় পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন ঘোষণা করেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, যশোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মাহামুদ হাসান বিপু, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম ও যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী। অনুষ্ঠানে শোক প্রস্তাব পেশ করেন পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক পৌর কাউন্সিলর জামাল উদ্দীন সরদার। সাংগঠনিক রিপোর্ট পেশ করেন মনিরুজ্জামান শাহিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, পৌর কাউন্সিলর মনিরা খানম, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রমজান আলী, পৌর ছাত্রলীগের সাইফুল ইসলাম প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান সাগর, যশোর জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল ইসলাম, জিয়াউল হাসান হ্যাপী, মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইকবাল প্রমুখ।

২য় পর্বের সভাপতি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন পৌর আওয়ামী লীগের পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে সর্বসম্মতিকে কন্ঠ ভোটে পৌর মেয়র রফিকুল ইসলামকে সভাপতি ও পৌর যুবলীগের সভাপতি কার্ত্তিক চন্দ্র সাহাকে সাধারণ সম্পাদক নির্বাচন করেন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *