তথ্য সচিব হলেন খাজা মিয়া

জাতীয়

স্বদেশ বাণী ডেস্ক: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান খাজা মিয়াকে তথ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দিয়েছে সরকার। অতিরিক্ত সচিব থেকে সচিব পদে পদোন্নতি দিয়ে তাকে তথ্য সচিব করা হয়।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আগামী ২৯ নভেম্বর অবসরোত্তর ছুটিতে যাবেন বর্তমান তথ্য সচিব কামরুন নাহার। তিনি বিসিএস (তথ্য-সাধারণ) ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা। ছুটি শুরুর আগে নিজ ক্যাডারে ফিরে যাবেন তিনি।

খাজা মিয়া বিসিএস প্রশাসন ক্যাডার দশম ব্যাচের কর্মকর্তা। এই ব্যাচের প্রথম সচিব হলেন তিনি। সিলেটের ডিসি এবং বালাগঞ্জ ও বিশ্বনাথ থানায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এ ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি। নড়াইলের কালিয়া উপজেলার ফুলদাহ গ্রামে ১৯৬৫ সালের ৫ জুলাই জন্মগ্রহণ করেন খাজা মিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করেন তিনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *