রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চাপ অব্যাহত রাখবে নেদারল্যান্ড ও সুইডেন

জাতীয়

স্বদেশ বাণী ডেস্ক : নেদারল্যান্ড এবং সুইডেন জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদেরকে তাদের আদি জন্মভূমি রাখাইনে ফিরিয়ে নেয়ার জন্য মায়ানমারের প্রতি চাপ অব্যাহত রাখবে। ইউরোপিয়ান ইউনিয়নের দেশ দু’টির রাষ্ট্রদূতরা এ কথা বলেন।

কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে বাংলাদেশে নেদারল্যান্ডের রাষ্ট্রদূত হ্যারি ভারুইজ এ কথা বলেন।

তিনি বলেন, “আমরা অব্যাহতভাবে মিয়ানমারে সংঘটিত নৃশংসতার জন্য জবাবদিহিতার দিকে মনোনিবেশ করবো এবং রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার জন্য চাপ অব্যাহত রাখবো।”

রাষ্ট্রদূত বলেন, এখানে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে মধ্যমেয়াদি সমাধান এগিয়ে নিতে বিকল্পগুলো নিয়ে মতবিনিময় জরুরি কেননা স্বল্প মেয়াদে এই প্রত্যাবর্তনের সম্ভাবনা কম। নেদারল্যান্ডের রাষ্ট্রদূত আজ রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন এবং বাংলাদেশে সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে ৫ ডিসেম্বর রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন।

পরিদর্শনের পরে রোহিঙ্গা সংকট প্রসঙ্গে আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গা শরণার্থীদের সবচেয়ে জরুরি প্রয়োজনের সময় বাংলাদেশ উদারভাবে তাদের আশ্রয় দিয়েছে, এটি গুরুত্বপূর্ণ যে আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গা শরণার্থী এবং আশ্রয়দাতাদের প্রতি তাদের সমর্থন অব্যাহত রেখেছে।

পরিদর্শনকালে উভয় রাষ্ট্রদূত স্থানীয় সরকারের কর্মকর্তা এবং মানবিক সহায়তা কর্মীদের সঙ্গে রোহিঙ্গা ক্যাম্পের বর্তমান পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেছেন।- বাসস

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *