২০২১ সালে জনগণের অধিকার ফিরিয়ে দেবার প্রত্যাশা বিএনপির

জাতীয় রাজনীতি লীড

স্বদেশবাণী ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০২০ শুধু বিএনপির জন্য নয় বাংলাদেশের জন্যই একটা খারাপ বছর। এ বছর সরকারের কর্তৃত্ববাদী চেহারা প্রচণ্ডভাবে বেড়িয়ে এসেছে। ডিজিটাল আইনে অনেক সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণ এ বছরে অনেকে বেড়ে গেছে। এছাড়াও জনগণের অধিকার হরণ এই বছরেই সবচেয়ে বেশি হয়েছে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ২০২১ সালে জনগণের অধিকার ফিরিয়ে দেবার প্রত্যাশা করে বিএনপির এই মহাসচিব বলেন, সেই সাথে প্রত্যাশা করবো জনগণ তাদের অধিকার ফিরে পাবার জন্য ঐক্যবদ্ধ হবে। দেশে করোনা ভাইরাস আসার পরে জানা গেছে এ দেশের স্বাস্থ্যব্যবস্থা কেমন ভঙ্গুর। সরকারি স্বাস্থ্যব্যবস্থা দুর্নীতিতে ভরপুর।

ফখরুল আরো বলেন, সরকারের তরফ থেকে বলা হচ্ছে করোনার ভ্যাকসিন সরবরাহ করা হবে ভারত থেকে। এটা সংগ্রহ করবেন একটি কোম্পানি যার মালিক হচ্ছেন এই সরকারের উপদেষ্টা। তারা প্রায় দেড় ডলার বেশি দিয়ে এগুলো আনবেন। সরকারের প্রতিটি ক্ষেত্রে যেমন দুর্নীতি থাকে এখানেও তা করা হচ্ছে।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সল আমিনসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

স্ব:বা/না

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *