বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্য কুশীলবদের সনাক্তে কমিশন গঠনের সুপারিশ

জাতীয়

স্বদেশবাণী ডেস্ক: আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্য কুশীলবদের সনাক্ত করে বিচারের আওতায় আনার জন্য একটি কমিশন গঠনের সুপারিশ করা হয়েছে।

কমিটির সভাপতি আব্দুল মতিন খসরুর সভাপতিত্বে আজ বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।

কমিটির সদস্য আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, মোঃ শামসুল হক টুকু, মোঃ আব্দুল মজিদ খান, মোঃ শহিদুজ্জামান সরকার, গ্লোরিয়া ঝর্ণা সরকার, রুমিন ফারহানা, খোদেজা নাসরিন এবং আক্তার হোসেন সভায় অংশ নেন।

সভায় ধর্ষণ মামলার ক্ষেত্রে ডিএনএ এবং মাদকাসক্ত নির্ণয়ের ক্ষেত্রে ডোপ টেস্টের জন্য পর্যাপ্ত সংখক ল্যাব গঠনের সুপারিশ করা হয়। বিচারকার্য দ্রুততার সাথে সম্পন্ন করার স্বার্থে পর্যাপ্ত সংখ্যক বিচারক নিয়োগের বিষয়ে সভায় সুপারিশ করা হয়। সভায় আইন, বিচার ও সংসদ বিভাগের সচিবদ্বয়সহ সংসদ সচিবালয় ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।- বাসস

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *