আজ দুদকের মুখোমুখি পাসপোর্টের দুই কর্মকর্তা

জাতীয়

স্বদেশবাণী ডেস্ক: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক)’র মুখোমুখি হচ্ছেন পাসপোর্ট অধিদপ্তরের উপপরিচালক তারিক সালমান এবং জিম গ্রাফিক হালিমা খাতুন সম্পা। তাদেরকে আজ মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করবে দুদক।

দুদক সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টা থেকে দুদকের প্রধান কার্যালয় সেগুনবাগিচায় তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

জিজ্ঞাসাবাদ করবেন সংস্থাটির উপ পরিচালক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম।

এর আগে গত সোমবার (১১ জানুয়ারি) দুদক কার্যালয় থেকে পাসপোর্টের চারজনের কাছে সংস্থাটির উপ পরিচালক আবুবকর সিদ্দিক স্বাক্ষরিত এক চিঠিতে তাদের তলব করা হয়।

দুদকের তলবি নোটিশে পরিচালক (পাসপোর্ট ও ভিসা) সাইফুর রহমান ও প্রকল্প পরিচালক একেএম মাজহারুল ইসলাম ১৭ জানুয়ারি দুপুর ১২টা এবং উপপরিচালক তারিক সালমান এবং জিম গ্রাফিক হালিমা খাতুন সম্পাকে ১৯ জানুয়ারি দুপুর ১২টায় তলব করা হয়।

তবে এর আগে গত ১৭ জানুয়ারি তলবি নোটিশে পরিচালক (পাসপোর্ট ও ভিসা) সাইফুর রহমান ও প্রকল্প পরিচালক একেএম মাজহারুল ইসলাম দুপুর ১২টা হাজির হননি।

জানা গেছে, ভারতীয় এক নাগরিককে পাসপোর্ট দেওয়ার সূত্র ধরে দুদক পাসপোর্ট অধিদপ্তরের বেশকিছু কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *