পি কের বান্ধবী রুনাইসহ তিনজনের ৫ দিন করে রিমান্ড

জাতীয়

স্বদেশবাণী ডেস্ক:  দেশের হাজার হাজার কোটি টাকা নিয়ে কানাডায় পালিয়ে যাওয়া পি কে হালদারের সহযোগী বান্ধবী নাহিদা রুনাইসহ তিনজনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পিকে হালদারকে অর্থ আত্মসাতে সহযোগিতার অভিযোগে তাদের বিরুদ্ধে দায়ের করা মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে।

মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলম এই আদেশ দেন।

রিমান্ডে যাওয়া অন‌্য দুই আসামি হলেন ইন্টার ন্যাশনাল লিজিংয়ের ভারপ্রাপ্ত এমডি সৈয়দ আবেদ হাসান ও সিনিয়র ম্যানেজার রাফসান রিয়াদ চৌধুরী।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড আবেদন করেন।

দুদকের পক্ষে মাহমুদ হোসেন জাহাঙ্গীর রিমান্ড মঞ্জুরের আবেদন করেন। তবে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।  শুনানি শেষে আদালত প্রত্যেকেরই ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে এ দিন বিকাল ৪টায় রাজধানীর মতিঝিল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। দুদকের উপ-পরিচালক মো. গুলশান আনোয়ারের নেতৃত্বে দুদকের টিম তাদের গ্রেফতার করে।

দুদক সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে তাদের বিরুদ্ধে একটি মামলা করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *