হেফাজতের হরতালে তাণ্ডব: ছাত্র ওলামা ঐক্য পরিষদের নেতাসহ গ্রেফতার ৬

জাতীয় লীড

স্বদেশবাণী ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় হামলা, ভাংচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় আশুগঞ্জ উপজেলার হেফাজত ইসলাম ও ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি ওবায়দুল্লাহ এবং সাদেকপুর ইউনিয়ন ছাত্র ওলামা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক, কারি মো. মোজাম্মেল হকসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।  এসব ঘটনায় হওয়া মামলায় এখন পর্যন্ত ৩৭৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে বিজ্ঞপ্তিতে গ্রেফতারকৃতদের কারও নাম জানায়নি পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, হেফাজতের হরতাল চলাকালে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন টিএ
রোড এলাকায় তাণ্ডবের ঘটনায় জড়িত সাদেকপুর ইউনিয়ন ছাত্র ওলামা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক, কারি মো. মোজাম্মেল হককে রাতে গ্রেফতার করা হয়।

এ ছাড়া আশুগঞ্জ থানাধীন ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ ও টায়ারে আগুন দিয়ে পিকেটিংয়ে জড়িত আশুগঞ্জ উপজেলার হেফাজত ইসলাম ও ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি ওবায়দুল্লাহকেও গ্রেফতার করা হয়েছে।

এ ছাড়া সহিংসতায় জড়িত থাকার অভিযোগে আরও চার হেফাজত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।  মঙ্গলবার দুপুরে তাদের আদালতে নেওয়া হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৬, ২৭ ও ২৮ মার্চে হেফাজতের তাণ্ডবে সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় তিনটি ও সরাইল থানায় দুটিসহ ৫৪টি মামলা রুজু হয়েছে।

এসব মামলায় ৪১৪ জন এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ হাজার লোকের নামে মামলা হয়েছে। সহিংসতার ঘটনায় পুলিশ স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *