কোভিড-১৯: দেশে একমাসে রেকর্ড মৃত্যু

জাতীয় লীড

স্বদেশবাণী ডেস্ক: করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত জনজীবন। প্র্রায় সবাই গৃহবন্দি হয়ে পড়েছে। বৈশ্বিক মহামারির চোখ রাঙানিতে বাংলাদেশে সংক্রমণ বেড়েই চলেছেন। মৃত্যুর পরিসংখ্যানেও যোগ হচ্ছে নতুন নতুন রেকর্ড।

গত এক মাসে দেশে করোনায় ২৪০৪ জনের মৃত্যু হয়েছে। দৈনিক গড়ে ৮০ জনের মৃত্যু হয়েছে। এক বছরেরও বেশি সময় ধরে চলমান মহামারিতে একমাসে এত সংখ্যক মানুষের প্রাণহানির প্রথম রেকর্ড এটি।

দেশে করোনায় শুক্রবার পর্যন্ত ১১ হাজার ৫১০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে শেষ ৩০ দিনেই (১ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত) দুই হাজার ৪০৪ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। আর শনিবার আরও ৬০ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদফতর থেকে জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য ঘেঁটে এ তথ্য জানা যায়।

দেশে গত বছরের ৮ মার্চ করোনা রোগী শনাক্ত হয়। এর পর এযাবৎকালের সর্বাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে গত এপ্রিল মাসে। গত মাসে করোনায় মোট দুই হাজার ৪০৪ জনের মৃত্যু হয়েছে। এর আগে এক মাসে সর্বাধিক মৃত্যু ছিল গত বছরের জুলাইয়ে, এক হাজার ২৬৪ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত বছরের মার্চে ৫ জন, এপ্রিলে ১৬৩ জন, মে’তে ৪৮২ জন, জুনে এক হাজার ১৯৭ জন, জুলাইয়ে এক হাজার ২৬৪ জন, আগস্টে এক হাজার ১৭০ জন, সেপ্টেম্বরে ৯৭০ জন, অক্টোবরে ৬৭২ জন, নভেম্বরে ৭২১ জন, ডিসেম্বরে ৯১৫ জন মারা যান। এই বছরের জানুয়ারিতে মৃত্যু ২৮১ জনের, ফেব্রুয়ারিতে ২৮১ জনের, মার্চে ৬৩৮ জনের এবং এপ্রিলে সর্বাধিক দুই হাজার ৪০৪ জনের।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *