প্রধানমন্ত্রী নন-এমপিও শিক্ষকের জন্য বরাদ্দ দিয়েছেন

জাতীয় লীড

স্বদেশবাণী ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯ মহামারীর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাওয়ায় সৃষ্ট পরিস্থিতিতে সরকারের মাসিক পেমেন্ট অর্ডার (এমপিও) ব্যবস্থা বহির্ভুত স্কুল, কলেজ ও মাদ্রাসার ১ লাখ ৬৭ হাজার ২২৫ শিক্ষক-কর্মচারীকে আর্থিক সহায়তা প্রদানে বিশেষ অনুদান হিসাবে ৭৪,৮১৭ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) প্রেস উইংয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রত্যেক নন-এমপিও শিক্ষক এককালীন অনুদান পাবেন পাঁচ হাজার টাকা এবং প্রত্যেক কর্মচারী পাবেন ২ হাজার ৫শ’ টাকা।

প্রধানমন্ত্রী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ১ লাখ ৫ হাজার ৭৮৫ জন নন-এমপিও শিক্ষক ও কর্মচারীদের জন্য ৪৬,৬৩৩ কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ৬১ হাজার ৪৪০ নন-এমপিও শিক্ষক ও কর্মচারীদের জন্য ২৮,১৮৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *