এঁকেবেঁকে মোটরসাইকেল চালাতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

জাতীয়

স্বদেশবাণী ডেস্ক: বগুড়ার শাজাহানপুরে মহাসড়কে সাপের মত এঁকেবেঁকে মোটরসাইকেল চালাতে গিয়ে প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে নূর নবী (২৫) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে।

শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার মাঝিরা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনায় পুলিশ কারচালক আবদুস সামাদকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে পুলিশ শাজাহানপুর থানায় মামলা করেছে।

হাইওয়ে পুলিশ বগুড়া অঞ্চলের শেরপুর ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর একেএম বানিউল আনাম এ তথ্য দিয়েছেন।

নিহত নূর নবী বগুড়ার শাজাহানপুর উপজেলার সাজাপুর কাগজীপাড়ার আশরাফ আলীর ছেলে। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজে সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নূর নবী শুক্রবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে মোটরবাইক নিয়ে ঢাকা-রংপুর মহাসড়কে সাপের মতো এঁকেবেঁকে চালিয়ে শেরপুরের দিকে যাচ্ছিলেন। মাঝিরা বন্দর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারান। এ সময় বগুড়াগামী প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। হাইওয়ে পুলিশ তাকে উদ্ধার করে বগুড়া শহরের একটি ক্লিনিকে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাইওয়ে পুলিশ বগুড়া অঞ্চলের শেরপুর ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর একেএম বানিউল আনাম জানান, ঘটনার পরপরই প্রাইভেট কারটি জব্দ ও চালক মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাজার চর গ্রামের সিকিম আলীর ছেলে আবদুস সামাদকে (৪০) গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *