সাতকানিয়ায় করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট, উপসর্গ নেই

জাতীয় লীড

স্বদেশবাণী ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ায় চেন্নাই ফেরত এক রোগীর দেহে ভারতীয় ভ্যারিয়েন্টের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে তার জ্বর, সর্দি, কাশি কিংবা অন্য কোনো ধরনের উপসর্গ নেই।

ওই রোগীর নাম মিজানুর রহমান। তার বাড়ি উপজেলার পুরানগড় ইউনিয়নে। গত ৯ এপ্রিল বোনের মেয়ের চিকিৎসা শেষে আখাউড়া বন্দর দিয়ে দেশে আসেন তিনি। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে আছেন।

এরপর থেকে তিনি কোয়ারেন্টিনে ছিলেন। সেখানে পরপর দু’বার করোনা রিপোর্ট নেগেটিভ আসায় বাড়ি ফিরেন তিনি। তবে বাড়ি ফেরার আগে তৃতীয়বার দেওয়া নমুনা রিপোর্ট আসার আগেই তাকে ছেড়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

পরে তার রিপোর্ট পজিটিভ আসলে প্রশাসনের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয় তাকে। বর্তমানে তিনি হাসপাতালে আইসোলেশনে রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মঞ্জুর মোর্শেদ বলেন, সিভিল সার্জন কার্যালয়ের তথ্যে ভারত ফেরত একজন করোনা রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার কোন ধরনের উপসর্গ নেই। বর্তমানে তিনি আইসোলেশনে আছেন। নেগেটিভ রিপোর্ট আসা পর্যন্ত তিনি আইসোলেশনে থাকবেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *