কেশবপুরে কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবার মান উন্নয়নের ওরিয়েন্টেশান অনুষ্ঠিত

জাতীয়

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরের সাঁগরদাড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গতকাল সকালে দাতা সহযোগী সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিডা) অর্থায়নে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরী সহযোগিতায় পরিত্রাণ ওয়াই মুভস্ প্রকল্পের আওতায় কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে সেবা প্রদানকারী প্রতিনিধিদের সাথে কমিউনিটি স্কোর কার্ড বিষয়ক ওরিয়েন্টেশান অনুষ্ঠিত হয়।

ওয়াই মুভস্ প্রকল্পের প্রজেক্ট অফিসার উজ্জ্বল কুমার দাসের পরিচালনায় ওরিয়েন্টেশানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিত্রাণ এর নির্বাহী পরিচালক, বিশিষ্ট গবেষক ও মানবাধিকার কর্মী মিলন দাস, পরিত্রাণ এর জেন্ডার ফোকাল পার্সন স্নেহলতা মল্লিক, সাঁগরদাড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সেকমো ডা. ফিরোজ কবির, ইউএ্ইচ এন্ড এফডব্লিউসি নাসরিন বেগম, এফডব্লিউসি সামসুর নাহার, এফডব্লিউসি দিন আফরোজা, এফডব্লিউসি লাকী পারভিন, এফডব্লিউসি ফরিদা আক্তার, ফার্মাসিস্ট সিরাজুল হক, সঞ্জয় চক্রবর্ত্তী প্রমুখ। ওরিয়েন্টেশানে ১৪ জন উপস্থিত ছিলেন যার মধ্যে ১০ জন নারী এবং ৪ জন পুরুষ উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *