রাষ্ট্রধর্ম ইসলাম হলেও বাংলাদেশ ধর্মনিরপেক্ষতা সমর্থন করে: যুক্তরাষ্ট্র

জাতীয় লীড

স্বদেশবাণী ডেস্ক: সংবিধানে রাষ্ট্রীয় ধর্ম ইসলামের মর্যাদা দেওয়া হলেও বাংলাদেশ ধর্মনিরপেক্ষতার নীতিকে সমর্থন করে বলে মনে যুক্তরাষ্ট্র।

‘আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা ২০২০: বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদনে এই মূল্যায়ন করা হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ ধর্মীয় বৈষম্য নিষিদ্ধ করে এবং সব ধর্মকে সমতার দিক থেকে দেখে।

রোববার ঢাকায় দেশটির দূতাবাস তাদের ফেসবুক পেজে এ প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদন সম্পর্কে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেনের একটি মন্তব্য প্রকাশ করেছে দূতাবাস। এতে বলা হয়, ধর্মীয় স্বাধীনতা একটি মানবাধিকার। প্রকৃতপক্ষে, মানবসত্তার মূলে রয়েছে স্বাধীনভাবে চিন্তা করা, চেতনাকে অনুসরণ করা, হৃদয় ও মন চাইলে আমাদের ধর্মীয় বিশ্বাসে পরিবর্তন আনা এবং সেই বিশ্বাসগুলোকে জনসমক্ষে ও ব্যক্তিগত পর্যায়ে প্রকাশ করার অধিকার।

বাংলাদেশের জন্মের পর সংবিধানে রাষ্ট্রের পরিচয় হিসেবে ধর্মনিরপেক্ষতার কথা উল্লেখ করা হয়। সে সময় রাষ্ট্রীয় চার মূল নীতির একটি ছিল এটি। মুক্তিযুদ্ধের পর পর ধর্মীয় পরিচয়ে রাজনৈতিক দল গঠনও ছিল নিষিদ্ধ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *