যুক্তরাষ্ট্র টিকা দেবে কিনা তা জানা যাবে আজ রাতে : মোমেন

জাতীয় লীড

স্বদেশবাণী ডেস্ক: যুক্তরাষ্ট্র থেকে টিকা পাওয়ার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘যুক্তরাষ্ট্র টিকা দেবে কিনা তা জানা যাবে আজ রাতে।’

আজ বৃহস্পতিবার (২০ মে) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, ‘আমাকে বলা হয়েছে আজ সন্ধ্যার পরে জবাব পেয়ে যাবেন।’

মন্ত্রী কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা বলেন।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ভ্যাকসিন পেতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে এখন পর্যন্ত কোন ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।

তিনি জানান, মৃত্যুর সংখ্যার দিক দিয়ে যুক্তরাষ্ট্র যে অগ্রাধিকার তালিকা তৈরী করেছে তাতে বাংলাদেশ ক্রাইটেরিয়ায় আসেনি।

মন্ত্রী বলেন, ব্রিটেনকে অনুরোধ জানানো হলেও সারা মেলেনি। ভারত কখনও ভ্যাকসিন দেয়ার বিষয়ে না করেনি কিন্তু বাস্তবতার কারণে সম্ভব হচ্ছে না। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর কোন নিশ্চয়তা দিতে পারেননি। এছাড়া চীনের তিনটা ডকুমেন্টস এর দুটো পাঠানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে কিছুটা দেরী হচ্ছে। এ সপ্তাহে কাজ শেষ হবার আশা করা হচ্ছে। রাশিয়ার সাথেও কাগজ পত্রের কাজকর্ম চলছে।

এ সময় পেশাগত দ্বায়িত্ব পালনে বাধা আর রোজিনা ইসলামের হেনেস্তার ঘটনাকে খুবই দুঃখজনক বলে জানান তিনি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের গুটি কয়েক মানুষের জন্য বাংলাদেশের বদনাম হচ্ছে বলে জানান তিনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *