টাঙ্গাইলে বাস-লরি সংঘর্ষে নিহত ২

জাতীয় লীড

স্বদেশবাণী ডেস্ক:  টাঙ্গাইলে যাত্রীবাহী বাস ও মালবাহী লরির সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোররাত ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাতকুড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিতহরা হলেন- টাঙ্গাইলের দেলদুয়ারের মোমিন ও বাঁধন।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্ধারকারী টিমের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মাদ ইদ্রিছ জানান, আজ বুধবার ভোররাত ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর  উপজেলার ভাতকুড়া নামক স্থানে টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৬০৩৪) নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির পিছনে ধাক্কা দেয়। এতে লরিতে থাকা ড্রাইভার ও হেলপার ঘটনাস্থলেই মারা যান।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্ধারকারী টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মৃত ব্যক্তিদের উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে বলেও জানান তিনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *