নড়াইলে বৃদ্ধাকে পুড়িয়ে হত্যার ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে

জাতীয়

উজ্জ্বল রায়,নড়াইল জেলা প্রতিনিধি : নড়াইলে বৃদ্ধা সালেহা বেগমকে পুড়িয়ে হত্যার ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন ওই বৃদ্ধার নাতি রাশেদ (২২) ও নাতজামাই মিরাজ (৩০)। গত শনিবার বিকেলে তাঁরা ১৬৪ ধারায় নড়াইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোরশেদুল আলমের আদালতে হত্যাকাÐের স্বীকারোক্তি দেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়।

গত ২১ মে দিবাগত রাতে উপজেলার পেড়লী ইউনিয়নের জামরিলডাঙ্গা গ্রামে সালেহা বেগমকে (৮০) ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে হত্যা করা হয়। সালেহা বেগম ওই গ্রামের নূরল খন্দকারের স্ত্রী।

পুলিশ জানায়, আদালতে দেওয়া জবানবন্দিতে গ্রেপ্তার হওয়া রাশেদ ও মিরাজ উল্লেখ করেছেন, গ্রাম্য প্রতিপক্ষ মোল্লা গ্রæপের লোকজনকে ফাঁসাতে সালেহা বেগমকে পুড়িয়ে হত্যার পরিকল্পনা করেন বৃদ্ধার ছেলে ইরুপ খন্দকার। সে অনুযায়ী ২১ মে দিবাগত রাত ১টার দিকে বৃদ্ধার শরীরে পেট্রোল ঢেলে দেন ছেলে ইরুপ খন্দকার। রাশেদ ম্যাচলাইট দিয়ে আগুন দেন। আগুনে পুড়ে মৃত্যু হওয়ার পর রাত তিনটার দিকে তাঁরা চিৎকার করলে আশপাশের লোকজন আসেন। মিরাজ তাঁদের সঙ্গে থেকে সহযোগিতা করেন

কালিয়া থানার ওসি শেখ কনি মিয়া বলেন, ওই হত্যাকারি মূল হোতা ইরুপ খন্দকারকে গ্রেপ্তারে অভিযান চলছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *