কেশবপুরে পণ্যবাহী পিকআপ ও আনুসাঙ্গিক দ্রব্য বিতরণ

জাতীয়

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ যশোরের কেশবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ন্যাশনাল এ্যগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ (এনএটিপি-২) এর আওতায় এআইএফ-৩ অনুমোদিত উপ-প্রকল্প হতে প্রাপ্ত ম্যাচিং গ্রান্ড (৫০%) সরকারী সহায়তায় পণ্যবাহী পিকআপ ও আনুসাঙ্গিক দ্রব্য বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে রিয়াজ এন্টারপ্রাইজের স্বাত্তাধিকারী আব্দুল হালিম খানের হাতে পণ্যবাহী পিকআপের চাবি তুলে দেন যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বাদল চন্দ্র বিশ্বাস ও কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। এসময় অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন, যশোর জেলা হটিকালচার সেন্টারের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা, যশোর জেলা উদ্ভিদ সংগনিরোধের উপ-পরিচালক সুব্রত কুমার চক্রবর্তী, কেশবপুর উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুল ইসলাম, যশোর জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ। ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *