কেশবপুরে করোনা প্রতিরোধে ১৮ জনকে জরিমানা

জাতীয়

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ যশোরের কেশবপুরে ভ্রাম্যমাণ আদালত, করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধি নিষেধ অমান্য করে মাস্ক না পরার অপরাধে সোমবার দুপুরে পৃথক পৃথক ভ্রাম্যমাণ আদালতে ১৮ ব্যক্তিকে ৮ হাজার ৪শ’ টাকা জরিমানা করেছেন। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন এবং সহকারী কমিশনার (ভুমি) ইরুফা সুলতানা ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর শহরের ব্যবসায়ী আলতাপোল এলাকার আব্দুল মালেককে ১ হাজার, মশিয়ার রহমানকে ১ হাজার, আক্তারুজ্জামানকে ১ হাজার ও আব্দুল আহাদকে ১ হাজার, কুশলদিয়া এলাকার নওয়াব আলীকে ১ হাজার, সরফাবাদ এলাকার বিল­াল হোসেনকে ১ হাজার, নজরুল ইসলামকে ২শ’ এবং মনিরুজ্জামানকে ২শ’ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন।
অপর দিকে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কওে পাঁজিয়া ইউনিয়নের পাঁজিয়া বাজার থেকে ১০ ব্যাক্তিকে ২ হাজার টাকা জরিমানা করেছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *