গীতিকার ফজল-এ-খোদার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জাতীয় লীড

স্বদেশবাণী ডেস্ক:  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশিষ্ট গীতিকার ফজল-এ-খোদার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

‘সালাম সালাম হাজার সালাম’ গানটি একাত্তরে স্বাধীনতাকামী বাংলার মানুষকে উজ্জীবিত করেছিল। এই গানটি ফজল-এ-খোদার লেখা, গেয়ে ছিলেন আব্দুল জব্বার।

গীতিকার ফজল-এ-খোদা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ রোববার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ সময় তার বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন ধরে তিনি কিডনি জটিলতার সঙ্গে ডায়াবেটিসে ভুগছিলেন।

গান লেখার পাশাপাশি ছড়াকার, সংগঠক হিসেবেও পরিচিত ছিলেন ফজল-এ-খোদা। শিশু কিশোর সংগঠন শাপলা শালুকের আসরের প্রতিষ্ঠাতা তিনি। সত্তর দশকে তিনি শিশু কিশোরদের মাসিক পত্রিকা ‘শাপলা শালুক’ সম্পাদনা করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *