কেশবপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে সাহিত্যিক মনোজ বসুর জন্মদিন পালিত

জাতীয়

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ যশোরের কেশবপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে রবিবার বিকালে বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ সু-সাহিত্যিক মনোজ বসুর ১২০ তম জন্মদিন পালিত হয়েছে। উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ এর সভাপতিত্বে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে মনোজ বসুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র রফিকুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আল বাহার, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি সিদ্ধার্ত বসু ও প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক হুমায়ুন কবির বুলু, শিক্ষক শহিদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কৃষ্ণপদ দাস, সাংগঠনিক সম্পাদক আবু হুরাইয়ারা রাসেল, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম সুইট, দপ্তর সম্পাদক জাকির হোসেন সবুজ, সদস্য মেহেদি হাসান সুমন, কামরুজ্জামান, নার্গিস পারভীন প্রমুখ।

উল্লেখ্য ১৯০১ সালে ২৫ জুলাই কেশবপুর উপজেলার ডোঙ্গাঘাটা গ্রামে ঐতিহ্যবাহী বসু পরিবারে সাহিত্যিক মনোজ বসু জন্মগ্রহণ করেন এবং ১৯৮৭ সালে ২৭ ডিসেম্বর তিনি পরলোক গমন করেন। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে- বঙ্গলক্ষি ও বিচিত্রা, উপন্যাস- নিশি কুটুম্ব, ভুলিনাই, সৈনিক ও বাঁশের কেল্লা, গল্প- বনময়ুর ও নববাধ, ভ্রমণ কাহিনী- চীন দেখে এলাম ও নূতন ইউরোপ নূতম মানুষ সোভিয়েতের দেশে, নাটক- নূতন প্রভাত, বিপর্যয় ও রাখিবন্ধন শেখ লগ্ন।
তিনি দেশে বাংলা একাডেমি ও নরসিংদাস পুরস্কার পেয়েছেন। তাছাড়া তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় প্রদত্ত শরৎচন্দ্র পদক ও পুরস্কার এবং অমৃতবাজার পত্রিকা প্রদত্ত মতিলাল ঘোষ পুরস্কারে ভূষিত হয়েছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *