সরকারি বিদ্যালয় এখন মোটরসাইকেলের গোডাউন

জাতীয়

স্বদেশ বাণী ডেস্ক: করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন যাবত বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এ পরিস্থিতিতে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ক্লাসরুম মোটরসাইকেলের গোডাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে।

অভিযোগ উঠেছে, কৃষ্ণ কান্ত দাস নামে এক ব্যবসায়ি ক্লাসরুমকে গোডাউন হিসেবে ব্যবহার করছেন। ওই ব্যবসায়ির উপজেলা রোডে মোটরসাইকেলের একটি শোরুম রয়েছে।

তবে তিনি জানিয়েছেন স্কুল কমিটির অসিম কর্মকার নামে এক বড় ভাইয়ের অনুমতি নিয়ে স্কুল ঘরে তার শোরুমের গাড়ি রেখেছেন।

মোটরসাইকেল ব্যবসায়ি কৃষ্ণ কান্ত দাস বলেন, আমি আমার শোরুমের গাড়ি স্বরূপকাঠি সার্বজনিন পূজা মন্দিরে রাখতাম। স্কুল বন্ধ থাকায় স্কুল কমিটির অসিম কর্মকারের কাছে অনুমতি নিয়ে কয়েক দিনের জন্য গাড়ি রেখেছি।

এ ব্যপারে কথা বলার জন্য স্কুল কমিটির সহ-সভাপতি অসিম কর্মকারের সাথে যোগাযোগ সম্ভব হয়নি।

স্কুলের প্রধান শিক্ষক মো. সামছুল হক জানান, আমার কাছে অনুমতি না নিয়ে গাড়িগুলো রাখা হয়েছে। স্কুল কমিটির সহ-সভাপতি অসিম বাবুর কাছে অনুমতি নিয়ে শ্রেণিকক্ষে গাড়ি রেখে ব্যবসা চলছে।

উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা ইউসুফ আলী জানান, আমি কিছু জানিনা। এখন দূরে আছি সরেজমিনে এসে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নিব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, আমরা বিষয়টি গুরুত্বের সাথে দেখছি। প্রধান শিক্ষককে জিজ্ঞাসা করে বিষয়টি দেখছি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *