তালেবানের সরকার নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতীয় লীড

স্বদেশ বাণী ডেস্ক:  আফগানিস্তানে তালেবান অস্থায়ী সরকার গঠন করেছে। এরপরই এই সরকারকে বাংলাদেশ স্বীকৃতি দেবে কিনা এমন প্রশ্ন সামনে এসেছে। এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, এই সরকার গঠিত হওয়ার সাথে সাথে যে প্রক্রিয়াগুলো হয়, স্বাগত জানানো বা স্বাগত জানাচ্ছি না- এ ধরনের সিদ্ধান্তে আমরা যাচ্ছি না, এটা স্পষ্ট করে বলতে চাই। এটা অন্তর্বর্তী সরকার, আমরা স্থায়ী সরকার আসার অপেক্ষা করছি। আমরা তাড়াহুড়োটা করতে চাই না।

তিনি বলেন, আফগানিস্তান পরিস্থিতি সরকার এখনো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আফগান পটপরিবর্তনের এই সময়ে যারা সহায়তা বা মধ্যস্থতা করছেন, তাদের সঙ্গে ’সার্বক্ষণিক যোগাযোগে’ আছে।

১৫ আগস্ট রাজধানী কাবুল দখলের তিন সপ্তাহ পর সোমবার তালেবান অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেয়।  এই সরকারের প্রধানমন্ত্রী ঘোষণা করা হয় মোল্লা হাসান আকুন্দকে। একই সঙ্গে দুইজন উপপ্রধানমন্ত্রীর নামও ঘোষণা করা হয়। এছাড়া হাক্কানী নেটওয়ার্কের প্রধান সিরাজউদ্দিন হাক্কানীকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। এই হাক্কানীর তথ্য দিতেই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ৫০ লাখ ডলার ঘোষণা করে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *