নাশতা করতে বের হয়ে পাঁচ দিনেও ফেরেনি ফয়সাল

জাতীয় লীড

স্বদেশ বাণী ডেস্ক:  নাশতার জন্য মাদ্রাসা পরিচালকের কাছ থেকে টাকা নিয়ে বের হয়ে পাঁচ দিনেও ফেরেনি ফয়সাল (১৫) নামে হাফেজি শ্রেণির এক শিক্ষার্থী। এ ঘটনায় বৃহস্পতিবার থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ডের কাউনিয়া থানাধীন পুরানপাড়া এলাকার মারকাজুল ইসলাম এছহাকিয়া হাফিজিয়া মাদ্রাসায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ওই মাদ্রাসার পরিচালক ফোরকান উদ্দিন। তিনি শুক্রবার বিকালে জানান, ফয়সাল রোববার সন্ধ্যায় টাকা নিয়ে নাস্তা খেতে বাইরে যায়। এর পরে মাদ্রাসায় ফিরে না আসায় খোঁজাখুঁজি করে না পেয়ে রাত ৮টার দিকে ছাত্রের বাবা ওমর ফারুককে জানানো হয়। এরপর ফয়সালের পরিবার সব আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তার সন্ধান পায়নি। পরে বৃহস্পতিবার কাউনিয়া থানায় ওই ছাত্রের বাবা জিডি করেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে কাউনিয়া থানার ওসি আজিমুল করিম বলেন, দেশের সব থানায় বার্তা পাঠানো হয়েছে। ওই ছাত্রকে উদ্ধারের জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। একই সঙ্গে তার পরিবারের লোকজনও বিভিন্ন এলাকায় খোঁজখবর নিচ্ছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *