পালানোর সময় গভীর জঙ্গল থেকে ২ রোহিঙ্গা আটক

জাতীয় লীড

স্বদেশ বাণী ডেস্ক: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর থেকে পালানোর সময় দুই রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার রাতে ১ নম্বর শেল্টারের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ভবনের উত্তর-পূর্বে প্রায় দুই কিলোমিটার গভীর জঙ্গলের ভেতর থেকে তাদের আটক করা হয়।

এ ঘটনায় পলাতক রোহিঙ্গা দালালদের নামে ভাসানচর থানায় মামলা দায়ের হয়েছে।

আটককৃত রোহিঙ্গারা হলো- ভাসানচর আশ্রয়ণ প্রকল্প-৩ এর ২৭ নম্বর ক্লাস্টারের ই ৯-১০ নম্বর কক্ষের মৃত সোনা মিয়ার ছেলে আবুল হোসন (৫৫) ও একই ক্লাস্টারের জে-১০ নম্বর কক্ষের আবু আহম্মদের ছেলে মো. রফিক (২৭)।

পলাতক রোহিঙ্গা দালালরা- ভাসানচরের ৫০ নম্বর ক্লাস্টারের বি ১৫-১৬ নম্বর কক্ষের আবু ফয়েজের ছেলে সাদ্দাম হোসেন (৩০), একই ক্লাস্টারের জি-১২ নম্বর কক্ষের নূর মোহাম্মদের ছেলে শুক্কুর (৩২), ৫৩ নম্বর ক্লাস্টারের এইচ-৩ নম্বর কক্ষের আবদুল করিমের ছেলে নূর হোসেন (২২) ও ৬১ নম্বর ক্লাস্টারের এম-১৩ নম্বর কক্ষের নূর মেহেরের ছেলে আয়াত উল্লাসহ (২৫) অজ্ঞাতনামা ৮-৯ জন।

এপিবিএন-৯ এর উপপরিদর্শক (এসআই) মো. আবুল কালাম জানান, আটককৃতদের বিরুদ্ধে বিদেশি নাগরিক সম্পর্কিত আইন ১৯৪৬ এর ১৪ ধারা মামলা (নম্বর-২) দায়ের করা হয়েছে। ।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, মামলার পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *