পাথরবোঝাই ট্রাকের ভারে ভেঙে পড়ল ব্রিজ

জাতীয়

স্বদেশ বাণী ডেস্ক: বরিশাল বানারীপাড়া সড়কে পাথরবোঝাই ট্রাকের ভারে ভেঙে পড়েছে একটি বেইলি ব্রিজ। এতে করে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

বুধবার ভোরে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদসংলগ্ন সড়কের এই বেইল ব্রিজটি খালে ভেঙে পড়ে। ট্রাকটি উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, ভোরে পাথরবোঝাই একটি ট্রাক পিরোজপুর থেকে বরিশালে আসার পথে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বরিশাল সদরের সঙ্গে বানারীপাড়া ও পিরোজপুরের নেসারাবাদসহ বেশ কয়েকটি উপজেলায় যোগাযোগের একমাত্র মাধ্যম এ সড়ক। এক দশক আগে মাধবপাশা ইউনিয়ন পরিষদসংলগ্ন খালের ওপর ঝুঁকিপূর্ণ ব্রিজটি সংস্কারের জন্য উদ্যোগ নেয় সড়ক ও জনপথ বিভাগ।

ওই সময় সড়কের পাশে বিকল্প যোগাযোগব্যবস্থা হিসেবে বেইলি ব্রিজটি নির্মাণ করা হয়। ওই ব্রিজ দিয়ে এতদিন গাড়ি চলাচল করছিল। তবে অস্থায়ী বেইলি ব্রিজটি ভেঙে পড়ায় বরিশালের সঙ্গে নেসারাবাদ ও বানারীপাড়ার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল এয়ারপোর্ট থানার ওসি কমলেশ চন্দ্র হালদার।

তিনি বলেন, ব্রিজটি ভেঙে খালে পড়ে রয়েছে। একইভাবে ট্রাকটিও পড়ে রয়েছে। ট্রাক উদ্ধার করার চেষ্টা চলছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *