স্কুল শিক্ষার্থীদের টিকা এ সপ্তাহেই, কেন্দ্র আলাদা

জাতীয় লীড

স্বদেশবাণী ডেস্ক : ১২ থেকে ১৭ বছর বয়সের স্কুল শিক্ষার্থীদের টিকা দান কর্মসূচি এই সপ্তাহেই শুরু করার কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদফতরে সার্ভাইভারস কিট হস্তান্তর অনুষ্ঠান শেষে এ কথা সাংবাদিকদের জানান।

খুরশীদ আলম বলেন, “সক্ষমতা অনুযায়ী সারাদেশের জেলা ও সিটি করপোরেশন পর্যায়ে ২১টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এসব কেন্দ্রে স্কুল শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আশা করছি এই সপ্তাহেই আমরা শুরু করতে পারবো। আমরা পরিকল্পনা করেছি প্রাথমিকভাবে আগারগাঁয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে টিকা দেওয়ার। তাহলে আমরা এক সঙ্গে অনেক শিশুকে দিতে পারব। এটা তো চাইলে হবে না, জায়গা পেতে হবে, লোকবলের বিষয় আছে।”

তিনি আরও বলেন, “স্কুল শিক্ষার্থীদের তালিকা শিক্ষা প্রতিষ্ঠান থেকে সরবরাহ করবে। আমরা তাদের বিস্তারিত সুরক্ষা প্ল্যাটফর্মে দিয়ে দিব। আমরা যেকোনো একটা টিকা দেয়ার আগে টেস্ট রান করি। ৫০-১০০ জন যেটুকু পারি সেটা দিয়ে করবো। তাদরকে দিয়ে আমরা পর্যবেক্ষণ করবো। এরপর বড় আকারে দিবো। শিশুদের টিকা কেন্দ্র আলাদা হবেও বলে জানান তিনি।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *