চাঁদপুরে ইলিশ, কারেন্ট জালসহ ৫৯ জেলে গ্রেফতার

জাতীয়

স্বদেশবাণী ডেস্ক :  মা ইলিশ রক্ষায় চাঁদপুরে পৃথক অভিযান চালিয়ে নৌ পুলিশ ৫৯ জেলেকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার পদ্মা, মেঘনা ও এর শাখা নদীতে এ অভিযান চালানো হয়।

এ সময় পাঁচ কোটি ৮৪ লাখ ৬১ হাজার ২০০ মিটার কারেন্ট জাল ও তিন হাজার ১৫৫ কেজি মা ইলিশ জব্দ করা হয়।

বুধবার ঢাকা নৌ পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মেঘনা ও পদ্মা নদীতে অভিযান চালিয়ে দুই কোটি ২২ লাখ ৩৩ হাজার ২০০ মিটার জাল ও ২০০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। এছাড়া নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় ২৫ জেলেকে গ্রেফতার করা  হয়।

অপরদিকে মেঘনা ও এর বিভিন্ন শাখা নদীতে অভিযান চালিয়ে তিন কোটি ৬২ লাখ ২৮ হাজার মিটার জাল ও ২ হাজার ৯৫৫ কেজি মা ইলিশ জব্দ করা হয়। এ সময় ৩৪ জন জেলেকে গ্রেফতার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দ ইলিশ স্থানীয় এতিমখানা ও গরিব- দুঃখীদের মাঝে বিতরণ করা হয়েছে। জাল আগুনে পোড়ানো হয়েছে। জেলেদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *