দুর্গাপূজা সার্বজনীন উৎসব, সম্প্রীতির সেতুবন্ধন: খাদ্যমন্ত্রী

জাতীয়

স্বদেশবাণী ডেস্ক : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দুর্গাপূজা সার্বজনীন উৎসব, সম্প্রীতির সেতুবন্ধন। কোনো অপশক্তি এ সম্প্রীতি নষ্ট করতে পারবে না।

বৃহস্পতিবার নওগাঁর নিয়ামতপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, উৎসবে বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে স্বাধীনতাবিরোধী চক্র সরকারের ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্র করছে। কিন্তু দেশের মানুষ সেই ষড়যন্ত্র রুখে দেবে।

সাধন চন্দ্র মজুমদার বলেন, প্রতি বছরের মতো এবারো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজাকে কেন্দ্র করে এ উৎসবে সব ধর্মের মানুষের অংশগ্রহণে পূজামণ্ডপগুলোতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

পূজামণ্ডপ পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, পূজা উদযাপন কমিটির সভাপতি ঈশ্বর চন্দ্র বর্মণ, সাধারণ সম্পাদক সুরঞ্জয় বিজয়পূরীসহ নিয়ামতপুর, পোরশা ও সাপাহার উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *