আ. লীগের চেয়ারম্যান প্রার্থীর তালিকায় বিএনপি নেতার নাম দেওয়ার অভিযোগ

জাতীয়

স্বদেশবাণী ডেস্ক:  নীলফামারীর কিশোরগঞ্জে বর্ধিত সভা না করে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর তালিকায় বিএনপি নেতার নাম দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে রণচন্ডী স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগের একাংশ বর্ধিত সভার স্থানে প্রতিবাদ সভা করে।

সূত্র জানিয়েছে, তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ের শেষ দিন মঙ্গলবার বিকাল ৫টায় রণচন্ডীতে বর্ধিত সভা ঘোষণা করা হয়। রাত ৮টা পর্যন্ত উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সভাস্থলে না আসায় স্থানীয় আওয়ামী লীগের একাংশ সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন।

ইউনিয়ন চেয়ারম্যান ও যুবলীগের আহ্বায়ক মোখলেছুর রহমান বিমান বর্ধিত সভাস্থলে প্রতিবাদ সমাবেশ করেন। তিনি বলেন, পর পর দুই বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। গত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছি। এবার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিএনপি নেতা এনামুলের নাম কেন্দ্রে পাঠানোর জন্য বর্ধিত সভা করা হয়নি। প্রার্থী তালিকায় তার নাম বাদ দেওয়ায় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফুঁসে উঠেছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে রণচন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামছুল হক চৌধুরীর সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য জানা যায়নি।

ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফসার আলী বাদাউ জানান, নৌকার একক প্রার্থী হিসেবে এনামুলের নাম পাঠানোর কথা শুনেছি। সে বিএনপি করত এটা শতভাগ নিশ্চিত।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *