চৌহালীতে যমুনার ভাঙনে হুমকির মুখে সরকারি প্রাথমিক বিদ্যালয়

জাতীয়

স্বদেশবাণী ডেস্ক: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে পানি কমতে শুরু করেছে।  এতে নতুন করে ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে বাঘুটিয়া ইউনিয়নের দক্ষিণাঞ্চলে।  এর ফলে বিনানই পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনটি যমুনার ভাঙনে হুমকির মুখে পড়েছে।

সোমবার ভোরের দিকে বিনানই হাকিমুন্নেছা হাফেজিয়া মাদ্রাসার ভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।  এতে হুমকির মুখে পড়ছে বিনানই বাজারসহ বেশ কয়েকটি ঘরবাড়ি।

স্থানীয় সূত্রে জানা যায়, যমুনা নদীর চৌহালী উপজেলার দক্ষিণাঞ্চলে বেশ কিছু দিন শান্ত থাকলেও সোমবার ভোর থেকে হঠাৎ করে নদীতে তীব্র স্রোত শুরু হয়।  এতে মুহূর্তের মধ্যে বিনানই যমুনাপাড়ে অবস্থিত হাকিমুন্নেছা হাফেজিয়া মাদ্রাসার ভিটা নদীগর্ভে  চলে যায়।  এ কারণে দুর্ভোগে পড়ে মাদ্রসাটির দেড় শতাধিক শিক্ষার্থীর ক্লাস চলছে পাশের মসজিদে।

এদিকে ভাঙনের হুমকিতে পড়েছে ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত বিনানই পশ্চিম পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।  বিদ্যালয়টি নদী থেকে মাত্র কয়েক মিটার দূরে দাড়িয়ে আছে।  তবে ভাঙন এলাকায় জরুরি ভিত্তিতে স্থায়ী কাজ শুরু না হলে প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনটি বিলীন হতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।

বিনানই পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মতিন যুগান্তরকে জানান, যমুনার পাড়ে হুমকির মুখে পড়েছে স্কুলটি। এখনও এখানে ঝুঁকি নিয়ে ক্লাস করছে দুই শতাধিক শিক্ষার্থী। দ্রুতই স্থায়ী তীর সংরক্ষণ বাঁধ নির্মাণের দাবিও জানান তিনি।

উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর ফিরোজ জানান, ভাঙনের মুখে পড়া বিদ্যালয়ের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে দ্রুত স্থায়ী বাঁধ হলে এ ঝুঁকি আর থাকবে না।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *