মেয়র ও সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের অভিযান

জাতীয় লীড

বাঘা প্রতিনিধি : রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভা মেয়র মুক্তার আলী ও সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে বিধিমালা লঙ্ঘন করে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া ও জিপগাড়ি না থাকা সত্ত্বেও তেল উত্তোলন বাবদ অর্থ আত্মসাতের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত বুধবার দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিনের নেতৃত্বে একটি টিম পৌরসভার মেয়র ও সহকারী প্রকৌশলীর অফিসে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে দুদক টিম বিধিমালা লঙ্ঘন করে বিভিন্ন পদে নিয়োগ প্রদান সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করে।

সূত্র জানিয়েছে, সহকারী প্রকৌশলীকে সচিব পদে নিয়োগের কোনো সুনির্দিষ্ট নিয়ম না থাকার পরও তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। মাস্টার রোলে কর্মচারী নিয়োগের বিধান অমান্য করে দুজন অস্তিত্বহীন ব্যক্তির নামে প্রায় ৯ লাখ টাকা উত্তোলন করেছেন মেয়র।

দুদক সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন সাংবাদিকদের জানান, প্রাথমিক অনুসন্ধানে সহকারী প্রকৌশলীর বেশ কিছু সম্পদের তথ্য পাওয়া গেছে, যা তার আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে দুদক টিমের কাছে প্রতীয়মান হয়েছে। এক্ষেত্রে পূর্ণাঙ্গ অনুসন্ধানে সুপারিশসহ কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে দুদক এনফোর্সমেন্ট টিম।

তিনি আরও জানান, পৌরসভার নিজস্ব কোনো জিপগাড়ি নেই এবং এর জন্য কোনো তেল বরাদ্দ নেই। তবে অন্য যানবাহন আছে। সেক্ষেত্রে যাচাইয়ে জন্য এনফোর্সমেন্ট টিম সংশ্লিষ্ট বরাদ্দ রেজিস্টার সংগ্রহ করেছে। সব প্রকল্পের তালিকা, বরাদ্দের নথি এবং ব্যয় রেজিস্টারের কপি দ্রুত সরবরাহের জন্য বলা হয়েছে।

উল্লেখ্য, গত ৬ জুলাই আড়ানী পৌরবাজারে মনোয়ার হোসেন মঞ্জু নামের এক কলেজ শিক্ষককে মারধর করেন মেয়র মুক্তার। এ নিয়ে ওই রাতেই ভুক্তভোগী শিক্ষক মামলা করেন। পরে রাত ৩টার দিকে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে ৯৪ লাখ টাকা, সই করা চেক, আগ্নেয়াস্ত্র এবং মাদক উদ্ধার করে।

৯ জুলাই ভোরে পাবনার পাকশী এলাকা থেকে মুক্তার আলীকে গ্রেফতার করা হয়। এরপর মেয়রের বাড়িতে অভিযান চালানো হলে ফের এক লাখ ৩২ হাজার টাকা, মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

ঘটনায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব ফারুক হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১২ জুলাই মেয়র মুক্তার আলীকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়। মুক্তার বর্তমানে কারাগারে রয়েছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *